আকাশ ডিটিএইচ সংযোগে হাজার টাকা ছাড়

৪ জুলাই, ২০২০ ১৫:৫৮  
সংযোগমূল্য এক হাজার টাকা ছাড় দিয়েছে ডিরেক্ট-টু-হোম সেবাদাতা আকাশ ডিটিএইচ। শনিবার (৪ জুলাই) এ মূল্যছাড়ের ঘোষণা দেন বেক্সিমকো কমিউনিকেশন্সের ডিটিএইচ ব্র্যান্ড আকাশ এর হেড অব মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী। তিনি জানান, অনুমোদিত বিক্রেতাদের পাশাপাশি ১৬৪৪২ নাম্বারে কল করে অথবা আকাশ ডিটিএইচের ওয়েবসাইট থেকে অনলাইনেও নতুন সংযোগ নেয়া যাবে। মাত্র চার হাজার ৪৯৯ টাকায় গ্রাহককে বেতার টেলিভিশন সংযোগ দিচ্ছেন তারা। দেশের ৬৪ জেলায় সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ ৩৪ টি দেশি ও ৮৯ বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে আকাশ সংযোগে। স্টান্ডার্ড প্যাকেজের আওতায় ভ্যাটসহ মাসিক ৩৯৯ টাকায় এ সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকরা। এছাড়া ২৫০ টাকায় আকাশ লাইট প্যাকও উপভোগ করা যাবে। গ্রাহকরা পছন্দমত প্যাকেজ উপভোগ করতে পারবেন।